স্টাফ রিপোর্টার | চ্যানেল আগামী
বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ৩০২, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের অন্তর্ভুক্ত।
ঢাকার কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
বায়ুদূষণের তালিকায় ঢাকার চারটি এলাকা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে—
- দক্ষিণ পল্লবী (মিরপুর) — AQI ৩৭৪
- ইস্টার্ন হাউজিং, মিরপুর — AQI ৩৫৪
- মাদানি সরণি, বেজ এজওয়াটার — AQI ৩৩৪
- কল্যাণপুর — AQI ৩০৪
এ ছাড়া কিছু এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে—
- গুলশান গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল — AQI ২৮৭
- পীরেরবাগ রেললাইন — AQI ২০২
পিএম ২.৫—দূষণের প্রধান কারণ
আইকিউএয়ার জানায়, ঢাকার বায়ুদূষণের সবচেয়ে বড় উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫, যার পরিমাণ আজ সকালে ডব্লিউএইচও মানদণ্ডের তুলনায় প্রায় ২৭ গুণ বেশি ছিল।
দেশের অন্যান্য শহরের পরিস্থিতি
- সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা আজ দেশের সবচেয়ে দূষিত অঞ্চলে পরিণত হয়েছে; সূচকে এর স্কোর ৪১২, যা অত্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’।
- খুলনা শহরেও বায়ুমান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে; স্কোর ৩০২।
একিউআই স্কোরের ব্যাখ্যা
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০০-এর বেশি: ঝুঁকিপূর্ণ
ঢাকার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষসহ শিশু, বয়স্ক ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।


