চোটে জর্জরিত ক্যারিয়ারের মধ্যেও এবার আবার আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ–তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩–০ গোলের জয়ে তিনটি গোলই করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। অর্থাৎ ১৭ মিনিটের ব্যবধানে দুর্দান্ত একটি হ্যাটট্রিক উপহার দিয়েছেন তিনি।
গোলগুলো আসে—
- ৫৬ মিনিট
- ৬৫ মিনিট
- ৭৩ মিনিট (পেনাল্টি)
২০২২ সালের ৯ এপ্রিল পিএসজির হয়ে সর্বশেষ হ্যাটট্রিকের পর দীর্ঘ ১৩৩৫ দিন পর আবার হ্যাটট্রিক করলেন নেইমার।
চোট নিয়েই মাঠে নামা
বাঁ হাঁটুর মেনিসকাসে চোট নিয়েই খেলেছেন নেইমার। প্রতিরক্ষামূলক ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমেছিলেন তিনি। এর আগে ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে ম্যাচেও গোল ও অ্যাসিস্ট করেছিলেন চোট সত্ত্বেও।
সান্তোস অবনমন অঞ্চলে থাকায় দলকে বাঁচাতে ঝুঁকি নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। তাঁর প্রত্যাবর্তনে সান্তোস টেবিলের ১৪তম স্থানে ওঠে এসেছে, ভিতোরিয়ার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে।
বিশ্বকাপের আগে নেইমারের সংগ্রাম
আগামী মার্চ পর্যন্ত ব্রাজিলের কোনো ম্যাচ নেই। মার্চের প্রীতি ম্যাচ শেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। তাই এর মধ্যেই নিজেকে প্রমাণ করতে হবে নেইমারকে।
চুক্তি ও ভবিষ্যৎ
সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি শেষ হবে ৩১ ডিসেম্বর। পরের মৌসুমে তিনি থাকবেন কি না, এ বিষয়ে নেইমার জানিয়েছেন—
“আমি জানি না… আগে মৌসুমটা শেষ করতে চাই। তারপর ভাবব।”
৩৩ বছর বয়সে নেইমারের লড়াই
নেইমার বলেছেন, তিনি সবসময় নিজের স্বাস্থ্যের কথা আগে ভাবেন, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে—এমন কিছু করতে চান না। তবে চোট–দুর্ভোগ যেন তাঁকে প্রতি মৌসুমেই তাড়া করে বেড়াচ্ছে। তবু তিনি জানিয়ে দিয়েছেন—
“চোট কাটিয়ে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।”


