ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে চালু থাকা কোনো মোবাইল ফোন বন্ধ হবে না। এ নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্ত্রণালয় সকলকে সতর্ক থাকতে আহ্বান করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেসব হ্যান্ডসেটে বৈধ IMEI নম্বর রয়েছে, সেগুলোর তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড হ্যান্ডসেট বৈধকরণের সুবিধার আওতায় আসবে না।
আসন্ন ১৬ ডিসেম্বর থেকে জাতীয় পর্যায়ে চালু হচ্ছে NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। তাই বৈধ IMEI ছাড়া কোনো মোবাইল হ্যান্ডসেট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বাংলাদেশে আর ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিদেশের পুরোনো মোবাইল কেসিং পরিবর্তন করে দেশে ঢুকিয়ে ইলেকট্রনিক বর্জ্য তৈরির মাধ্যমে যে ব্যবসা চলছে, তাও বন্ধ করা হবে।
বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধ কি না, তা বাড়িতে বসেই যাচাই করা যাবে। পদ্ধতি:
- মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর বের করুন।
- এরপর মোবাইল থেকে ১৬১৬১# নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুযায়ী IMEI পাঠান।
- ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ফোনটি Valid, Invalid নাকি Clone।
এ ছাড়া বিটিআরসির ওয়েবসাইটে Verify IMEI অপশনে গিয়েও অনলাইনে যাচাই করা যাবে।


