ছেলেদের এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচ থেকে চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার অনুষ্ঠিত বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এ তিন ম্যাচের আয়–ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু মোট আয়ের তথ্য প্রকাশ করেন।
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। হামজা চৌধুরী ও শমিত সোমদের দলে যোগ দেওয়ার পর জাতীয় দলকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সেদিন গ্যালারিতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৩১৭ দর্শক। টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে সিঙ্গাপুর ম্যাচ থেকে আয় হয় ১ কোটি ১৫ লাখ টাকা।
৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচেও ছিল ব্যাপক সাড়া। ২২ হাজারের বেশি টিকিট বিক্রি করে বাফুফে। এ ম্যাচ থেকে আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।
সবচেয়ে বেশি আলোচনায় ছিল ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি। প্রায় ২৪ হাজার দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন এ ম্যাচ। মাঠেও দারুণ জয় পায় বাংলাদেশ, ১–০ গোলে ভারতকে হারিয়ে। এ ম্যাচ থেকে আয় হয় সর্বোচ্চ ১ কোটি ৮৮ লাখ টাকা।
সব মিলিয়ে তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।
সভায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফিফার কাছে সহায়তা চাওয়ার বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে রূপ দিতে ফিফার সহযোগিতা চাইব, যাতে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়।’


