গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমির হোসেন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আগের আইনজীবীর দায়িত্ব নিতে অস্বীকৃতি
এই দুই মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে গত ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। এর পরই ট্রাইব্যুনাল নতুন আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেয়।
মামলাগুলোর পটভূমি
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)–এ গুম করে রাখার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–এ আটকে রাখার অভিযোগে দায়ের করা আরেক মামলায় আসামির সংখ্যা ১৩, যার তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে।
আগেও একই দায়িত্বে ছিলেন আমির হোসেন
এ ছাড়া জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায়ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করেছিলেন আমির হোসেন। সেই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।


