চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশ থেকে হাতবিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম–নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিকেল পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নারীর বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। এছাড়া পা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাবুদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে।


