ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নাটকীয়তায় ভরা এক ম্যাচে ফুলহামকে ৫–৪ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ৫৪ মিনিটেই ৫–১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সিটি। তবে পরবর্তী ২৪ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্যবধান কমিয়ে ৫–৪ এ নিয়ে আসে ফুলহাম। শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পেরে পরাজয় মেনে নিতে হয় তাদের।
কিন্তু পুরো ম্যাচের উত্তাপ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। ম্যাচের ১৭ মিনিটে দলকে প্রথম গোল উপহার দিয়েই তিনি গড়েছেন প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের রেকর্ড। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে তিনি ভেঙেছেন অ্যালান শিয়ারারের ৩০ বছরের পুরোনো রেকর্ড। শিয়ারারের ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ, যা তিনি গড়েছিলেন ১৯৯৫ সালে।
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে ইতোমধ্যে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন হলান্ড। শিয়ারারের রেকর্ড ভেঙে দ্রুততম ১০০ গোল করা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। প্রিমিয়ার লিগে এটি তাঁর ১০০তম গোল এবং তিনি লিগের ইতিহাসে ৩৫তম খেলোয়াড় হিসেবে শততম গোলের ক্লাবে ঢুকলেন। সর্বশেষ ২০২৩ সালে টটেনহামের হয়ে এই মাইলফলক ছুঁয়েছিলেন সন হিউং-মিন।
হলান্ডের কীর্তি নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “অভিনন্দন। এটি অবিশ্বাস্য অর্জন। আজ সে দুর্দান্ত খেলেছে এবং অসাধারণ একটি গোল করেছে। আশা করি, সে এই ক্লাবের হয়ে আরও অনেক গোল করবে।”
নিজের অর্জন নিয়ে হলান্ড বলেন, “এটা বড় গর্বের বিষয়। শত গোলের ক্লাবে ঢুকতে পেরে ভালো লাগছে। আমি এটা জানতাম এবং চেষ্টা করছিলাম। ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যান ভালো হওয়াই স্বাভাবিক।”
মাত্র ২৫ বছর বয়সেই অসংখ্য রেকর্ডের মালিক হলান্ড। ফিটনেস ও ধারাবাহিকতা বজায় থাকলে সামনে তাঁর নামে আরও বহু রেকর্ড যুক্ত হবে, তা বলাই যায়।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।


