ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কবে হবে, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ জানতে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার ইসি সূত্র জানিয়েছে, রোববার অনুষ্ঠিত বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। বৈঠকের পর কর্মকর্তারা তফসিল অনুযায়ী কার্যক্রম শুরু করবেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ জানান, প্রাথমিকভাবে কয়েকটি সম্ভাব্য তারিখ আলোচনা করা হয়েছে। রোববারের বৈঠকের পর বৃহস্পতিবারের মধ্যে যে কোনো এক দিনে তফসিল ঘোষণা করা হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি। প্রয়োজন অনুযায়ী এটি এক-দুদিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে, তাই ভোটগ্রহণের সময় ও গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। ভোট সকাল ৮টা থেকে শুরু হয়, যা সাড়ে ৭টায় শুরু হতে পারে। বিকেলে ৪টায় ভোট শেষ হয়, যা সাড়ে ৪টায় শেষ করা হতে পারে।
সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু থেকেই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গণভোট ঘোষণার পর অতিরিক্ত ব্যালট পেপার, গোপন কক্ষ ও বাজেট বৃদ্ধি করতে হয়েছে। ইতোমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংশোধন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন এবং ছাপার কাজ শেষ হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠকও সম্পন্ন হয়েছে।
সিএ/ইরি


