বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে এবং তারা ইতোমধ্যে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দলটির নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ড. রিচার্ড বিউল।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে টিমটি সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থাকে এখনো সংকটজনক বলা হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির মাত্রা, অর্গান সাপোর্ট এবং আগাম চিকিৎসা কৌশল নির্ধারণে কাজ করবেন। তারা স্থানীয় টিমের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন। প্রথম দিনেই তারা খালেদা জিয়ার জটিলতার ক্লিনিক্যাল নোট, সাম্প্রতিক সব টেস্ট রিপোর্ট এবং সাপোর্ট সিস্টেম সংক্রান্ত নথি পর্যালোচনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
বিএনপি নেতাদের মতে, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এই অংশগ্রহণ খালেদা জিয়ার চিকিৎসায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা চিকিৎসার গতি ও মান উন্নত করার জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ওঠানামা করছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।
এভারকেয়ার হাসপাতাল ও বিএনপি উভয় পক্ষই জানিয়েছে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের আগমন চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও উন্নত সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে নেবে।
সিএ/ইরি


