দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল প্রথমবারের মতো বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। এ খুশির খবর জানিয়ে ইমরান ও তার পরিবার অভিনন্দন ও দোয়া কামনা করেছেন সকলের কাছে।
ইমরানের ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোহাম্মদ মিলন বিষয়টি নিশ্চিত করেন। উচ্ছ্বসিত মিলন বলেন, “মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”
২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইমরান ও মেহের আয়াত জেরিন। আড়াই বছর পর এই দম্পতির ঘর আলো করে নতুন অতিথির আগমন—যা পরিবারের সদস্য ও ভক্তদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করেন ইমরান। এরপর থেকে একাধিক জনপ্রিয় গান ও সুরের মাধ্যমে দেশীয় সংগীতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। একক গায়ক ও সংগীত পরিচালনায় সফল এই শিল্পী উপহার দিয়েছেন বহু শ্রোতাপ্রিয় গান। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা। নতুন জীবনে মেয়ের আগমন—শিল্পীর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে নতুন আনন্দের বার্তা নিয়ে এল।
সিএ/ইরি


