ভারতের কেন্দ্রীয় সরকার বার্তা বিনিময়ের জনপ্রিয় অ্যাপ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। দূরসংযোগ দপ্তরের সদ্য ঘোষিত দূরসংযোগ–নির্ভর সাইবার সুরক্ষা সংশোধনী বিধি, ২০২৫ অনুযায়ী হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জিও চ্যাট, সিগন্যালসহ সকল বার্তা আদান–প্রদানকারী অ্যাপ ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সবসময় সক্রিয় একটি সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। সরকারের দাবি, দ্রুত বাড়তে থাকা অনলাইন প্রতারণা, ভুয়া বার্তা ও স্প্যাম কমাতে এই নতুন নিয়ম আনা হয়েছে।
নতুন বিধি কার্যকর হলে ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। এর আগে ব্যবহারকারীরা কেবল প্রথমবার সিম যাচাই করেই অ্যাপ ব্যবহার করতে পারতেন। তবে এখন থেকে প্রতিটি অ্যাকাউন্টকে সবসময় সক্রিয় সিম শনাক্ত করতে হবে। এই সিম–সংযুক্ত পরিচয় যাচাই বাধ্যতামূলক হওয়ায় অননুমোদিত ব্যবহারকারীদের জন্য পরিচয় আড়াল করে কাজ করা কঠিন হয়ে যাবে।
নতুন নিয়মে সবচেয়ে বড় পরিবর্তন হবে অ্যাপের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে। নিয়ম অনুযায়ী, ব্যবহারকারী অনলাইন সংস্করণে লগইন করার পর প্রতি ছয় ঘণ্টা অন্তর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। পুনরায় ব্যবহার করতে হলে কিউআর কোড স্ক্যান করে পরিচয় যাচাই করতে হবে। সরকারের মতে, এই পদ্ধতি অননুমোদিত প্রবেশ ও নিষ্ক্রিয় সিম ব্যবহার করে অপরাধ সংঘটন দুইয়েরই সম্ভাবনা কমাবে।
বিধিতে হোয়াটসঅ্যাপকে দূরসংযোগ পরিচায়ক ব্যবহারকারী সত্তা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই শ্রেণি দূরসংযোগ আইনের অধীনে তৈরি করা হয়েছে, যা মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার মতোই অ্যাপগুলোর ওপর কঠোর সাইবার নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের নিয়ম আরোপ করবে। ভারতজুড়ে ডিজিটাল বার্তালাপ আরও নিয়ন্ত্রিত ও সুরক্ষিত কাঠামোর মধ্যে আসবে বলে সরকারের বিশ্বাস।
ভারত সরকার জানিয়েছে, নিয়ম কার্যকর হলে প্রতারণামূলক যোগাযোগ শনাক্ত করা সহজ হবে। সেলুলার অপারেটর সমিতি জানিয়েছে, বর্তমানে অ্যাপ ও সিমের সংযোগ কেবল প্রথম ইনস্টলের সময় একবার হয়; পরে অ্যাপ স্বাধীনভাবে কাজ করে। এই স্বাধীনতা যেমন সুবিধা দেয়, তেমনি অপব্যবহারের সুযোগও বাড়ায়। সক্রিয় সিম–সংযুক্তি বাধ্যতামূলক হলে সেই দুর্বলতা কমবে।
ভারত সরকার হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপকে এই পরিবর্তনগুলো কার্যকর করতে ৯০ দিনের সময় দিয়েছে। নিয়ম সম্পূর্ণভাবে কার্যকর হলে ব্যবহারকারীরা দেখবেন যে তাদের বার্তা আদান–প্রদানের অ্যাকাউন্ট আর আগের মতো স্বাধীন থাকবে না; শুধুমাত্র সক্রিয় সিম যুক্ত থাকলেই অ্যাকাউন্ট চালু থাকবে। এছাড়া ব্যবহারকারীদের আরও ঘন ঘন লগইন প্রক্রিয়ার মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে, যা দেশের সাইবার নিরাপত্তার নতুন মান বজায় রাখবে।
সিএ/ইরি


