হংকংয়ের তাইপো এলাকায় একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ধ্বংসস্তুপের সঙ্গে ভবনের কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা মন্ত্রী ক্রিস জানান, অগ্নিকাণ্ডে নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল কাজ করছে, তবে ঘন ধোঁয়া ও ধ্বংসপ্রাপ্ত অংশে প্রবেশের সমস্যা থাকায় উদ্ধার তৎপরতা ধীরগতিতে এগোচ্ছে। তিনি সতর্ক করে বলেন, নিখোঁজদের মধ্যে অনেককে মৃত হিসাবে শনাক্ত করা হতে পারে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুন লেগে মুহূর্তেই আশেপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা কয়েকটি ভবনকে গ্রাস করে, ফলে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। কমপ্লেক্সের বাসিন্দাদের উদ্ধারে দমকল ও নিরাপত্তা বাহিনী ছুটে আসে এবং প্রচেষ্টা চালাচ্ছে ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে মানুষ উদ্ধার করতে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। স্থানীয় প্রশাসন আরও আশ্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা করছে, যাতে নিখোঁজ বা ক্ষতিগ্রস্তরা নিরাপদ স্থানে থাকতে পারেন।
অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম, পুরনো বৈদ্যুতিক লাইন এবং তাপমাত্রার সাথে সম্পর্কিত কিছু কারণে আগুনের প্রাথমিক সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হংকংয়ের প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী বাসিন্দাদের প্রতি সতর্ক করে বলেছে, আহতদের জন্য হাসপাতালে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হতাহত পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হবে। এছাড়া শহরের অন্যান্য আবাসিক কমপ্লেক্সেও নিরাপত্তা বৃদ্ধি ও অগ্নি সতর্কতা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: বিবিসি
সিএ/এমআরএফ


