হোয়াটসঅ্যাপ নতুন ফিচার ‘Voice Message Transcripts’ চালু করেছে, যা ব্যবহারকারীদের ভয়েস মেসেজ শুনে নেয়ার পরিবর্তে সরাসরি লেখা হিসেবে পড়ার সুবিধা দেয়। বিশেষ করে যখন আশপাশে শব্দ বেশি থাকে বা অডিও শুনতে অপ্রয়োজনীয়, তখন এই ফিচার কাজে লাগে।
ফিচারটি ব্যবহারকারীর ডিভাইসেই সম্পূর্ণ ট্রান্সক্রিপশন করে, অর্থাৎ ভয়েস মেসেজের কোনো অংশ হোয়াটসঅ্যাপ বা তৃতীয় পক্ষের কাছে যায় না। এটি ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী চালু হয়েছে। ব্যবহারকারী চাইলে ফিচারটি চালু বা বন্ধ করতে পারেন।
হোয়াটসঅ্যাপে Voice Message Transcripts চালু করার নিয়ম:
১. হোয়াটসঅ্যাপ খুলে Settings-এ যান
২. Chats সিলেক্ট করুন
৩. Voice Message Transcripts-এ ট্যাপ করুন
৪. ফিচারটি On বা Off করুন
৫. Choose language-এ গিয়ে আপনার ভয়েস মেসেজের ভাষা বেছে নিন
Settings > Chats > Transcript language অপশনে গিয়ে পরে ভাষা পরিবর্তন করা যাবে। ফিচারটি বন্ধ করলে ভাষা সেটিং রিসেট হয়ে যায়।
ভয়েস মেসেজকে লেখায় রূপান্তর করার ধাপ:
১. নিশ্চিত করুন যে Voice Message Transcripts ফিচার চালু আছে
২. চ্যাটে গিয়ে যে কোনো ভয়েস মেসেজে ট্যাপ করে ধরে রাখুন
৩. Transcribe বেছে নিন
ট্রান্সক্রিপশন মেসেজের নিচে দেখা যাবে। যদি টেক্সট বড় হয়, মেনু থেকে সেটি প্রসারিত বা সংকুচিত করা যাবে। সামান্য সময় লাগতে পারে।
কোন কোন ভাষায় ফিচার কাজ করে:
- অ্যান্ড্রয়েড: ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, রুশ (সময় বাড়ার সঙ্গে আরও ভাষা যুক্ত হবে)
- আইফোন (iOS 16): ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি
- iOS 17 বা তার পরের ভার্সন: উপরোক্ত সব ভাষার পাশাপাশি দানি, ডাচ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজিয়ান, সুইডিশ, থাই ইত্যাদি
নোট: আইফোনে ব্যবহার করতে Siri চালু থাকতে হবে। আগে চালু না থাকলে ভাষা ডাউনলোড করতে হতে পারে।
কেন ট্রান্সক্রিপশন দেখা নাও যেতে পারে:
- নির্বাচিত ভাষা ভয়েস মেসেজের ভাষার সাথে না মিললে
- ব্যাকগ্রাউন্ড নয়েজে কিছু শব্দ শনাক্ত না হলে
- ভাষাটি সাপোর্টেড না হলে
- মাঝে মাঝে স্বয়ংক্রিয় ভুল দেখা দিতে পারে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সিএ/এমআরএফ


