বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি ডা. তাহেরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। হাসপাতালে অবস্থানকালে তিনি ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন।
এ সময় মির্জা ফখরুল চিকিৎসাসেবায় নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডা. তাহেরের দ্রুত আরোগ্যে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা বলেন।
সিএ/এমআরএফ


