ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শক্তিশালী দল ঘোষণা করেছে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফুও বাংলাদেশ সফরে উপস্থিত থাকবেন।
আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে। এক দিন পর ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল আসবে। বাংলাদেশ দল গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের বাছাইকৃত ফুটবলারের সমন্বয়ে।
৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে খেলবে। ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাংলাদেশ দল:
কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলী।
সিএ/এমআরএফ


