সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে তার সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর পরিকল্পনা করছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর এটি যুক্তরাষ্ট্রে স্পটিফাইয়ের প্রথম মূল্য বৃদ্ধি হবে। এর আগে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে স্পটিফাই প্রিমিয়ামের মাসিক মূল্য ১১.৯৯ ডলার। দেশটিতে ১৪ বছর আগে সেবা চালুর সময় এটি ছিল ৯.৯৯ ডলার। জেপিমর্গান বিশ্লেষকদের মতে, প্রতি মাসে মাত্র ১ ডলার মূল্য বৃদ্ধি হলে স্পটিফাইয়ের বার্ষিক রাজস্ব প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বড় রেকর্ড লেবেলগুলো দীর্ঘদিন ধরে স্পটিফাইসহ অন্যান্য স্ট্রিমিং সেবাকে সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর অনুরোধ জানিয়ে আসছে। তাদের যুক্তি, বর্তমান ফি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং নেটফ্লিক্সের মতো অন্যান্য স্ট্রিমিং সেবার তুলনায় এখনও কম।
কয়েক সপ্তাহ আগে স্পটিফাই ঘোষণা করেছে, প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার স্থানে সিইও হিসেবে যোগ দিয়েছেন গুস্তাভ সোডারস্ট্রম এবং অ্যালেক্স নরস্ট্রম।
সূত্র: টেকক্রাঞ্জ
সিএ/এমআরএফ


