অস্ট্রেলিয়ার সাবেক আয়রনউইমেন চ্যাম্পিয়ন ক্যান্ডিস ওয়ার্নার জীবনের এক কঠিন সময়ে প্রচণ্ড মানসিক চাপে পড়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। ২০০৭ সালে নিউজিল্যান্ডের সাবেক রাগবি তারকা সনি বিল উইলিয়ামসের সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ হওয়ার পর নির্মম সমালোচনা ও স্লাট-শেমিংয়ের শিকার হন তিনি।
সম্প্রতি মানসিক স্বাস্থ্যের বিষয়ক একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী ক্যান্ডিস জানান, সেই সময় অপমান ও চাপ এতই তীব্র হয়ে উঠেছিল যে বারবার নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতেন।
ক্যান্ডিস বলেন, “আমি দ্য গ্যাপের কাছে গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল—আর কোনো পথ নেই, পালানোর জায়গা নেই। লজ্জা, অপমান আর অবিরাম মিডিয়া চর্চার মধ্যে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম।”
তিনি জানান, ঠিক সেই মুহূর্তে ভাইকে ফোন করেছিলেন।
“আমি আমার ভাইকে ফোন করি। সে শুধু বলল—‘আমি আসছি, তুমি কিছু করো না।’ তার সেই কথাগুলোই আমাকে বাঁচিয়ে দেয়।”
গভীর সেই বিষণ্নতা পেছনে ফেলে এখন অনেকটাই স্বাভাবিক জীবন যাপন করছেন ক্যান্ডিস। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্ত্রী। অন্যদিকে সনি বিল উইলিয়ামসও দীর্ঘ আগেই সেই অধ্যায় পার করে এখন বক্সিং ক্যারিয়ারে মনোযোগী হয়েছেন।
সূত্র: দ্য মিরর
সিএ/এমআরএফ


