গত মাসে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে ১৬ নভেম্বর তিনি বাড়ি ফিরে আসেন।
সম্প্রতি সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান হাসান। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলেন, আমি এখন ঘুরি ফিরি খাই-দাই আর বিজ্ঞাপনের কাজ করি। বর্তমানে অভিনয় করি না। সাংবাদিকতা আমি খুব মিস করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একসময় বিবিসিতে কাজ করব। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তাই সাংবাদিকতায় এখন আর খুব অভুক্ত নই, তবে চেষ্টা করছি সাংবাদিকতায় ফেরার।
অভিনয়ে আসার আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন। তারও আগে সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। একসময় অভিনয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন। কর্মজীবনে বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্ক গড়েছেন, তবে গণমাধ্যমের কাজকে বেশি উপভোগ করেন। অভিনেতার কথায়, ডেইলি স্টারে সাংবাদিকতা করার সময়টা আমি বেশি উপভোগ করেছি।
অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ জানতে চাইলে হাসান বলেন, “আমার নিজেরও একটি পছন্দ আছে। নিজের জায়গা থেকে এখন আর অভিনয় পছন্দ করছি।”
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে হাসান বলেন, “সম্প্রতি মাইন্ড স্ট্রোক থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। ১৬ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। এখন আল্লাহ যা দিয়েছেন তাই করব। তবে ইচ্ছা আছে কোনো গণমাধ্যমের হেড অফ নিউজ হওয়ার।”
সিএ/এমআরএফ


