দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের রোববার (২৩ নভেম্বর) খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম সেশনেই হয়তো বাংলাদেশ জিতবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়নি। শেষ ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে।
চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ড ১১৩.৩ ওভারে ২৯১ রান করে অলআউট হয়। কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নেন। এই জয়ে মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই শেষ করে টাইগাররা।
চতুর্থ দিন ৬ উইকেট হারিয়ে ম্যাচটিকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান তোলে। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
এর আগে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সাদমান ইসলাম ৭৮ রান করে আউট হন। মুমিনুল হক ৮৭ রান করে আউট হন। মুশফিক ৫৩ রানে অপরাজিত থাকেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৯ রানে, অ্যান্ডি বালবার্নি ১৩ রানে, কেড কারমাইকেল ১৯ রানে আউট হন। হ্যারি টেক্টর ৫০ রান করেন। চূড়ান্ত সংগ্রহ দাঁড়ায় ২৯১ রান।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রান সংগ্রহ করেছিল। আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৬৫ রান করতে পেরেছিল।
সিএ/এমআরএফ


