জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৮০টি সংস্থাকে আলোচনায় অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে কমিশনের জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।
ইসি জানান, আগামী ২৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ে বাস্তবসম্মত মতামত, সুপারিশ ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইসি আরও জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে কমিশন সুষ্ঠু ভোট আয়োজনের পরিকল্পনা আরও সমৃদ্ধ করবে। পর্যবেক্ষকদের পরামর্শগুলো বিবেচনা করে নির্বাচনী রূপরেখায় প্রয়োজনীয় সমন্বয় আনা হবে বলেও কমিটি জানিয়েছে।
সংলাপকে সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। নির্বাচনকালীন সময় থেকে ভোটের দিন পর্যন্ত পর্যবেক্ষকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ আলোচনাও হতে পারে বলে ইসির একটি সূত্র জানিয়েছে।
সিএ/এমআরএফ


