আইএল টি-টোয়েন্টি নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে প্রথমে দলে ভেড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসরের শুরু হওয়ার আগেই তাকে ছেড়ে দেয় দলটি। এবার আবারও তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক মৌসুমে এটি দ্বিতীয়বারের মতো মুস্তাফিজের জন্য দলে ফিরবার সুযোগ।
প্রথমবার মুস্তাফিজের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছিল হায়দার আলীকে। তখন ধারণা করা হচ্ছিল, একই সময়ে চলমান বিপিএলের কারণে তিনি আইএলটি-২০ খেলতে এনওসি পাচ্ছেন না। এবার পুনরায় মুস্তাফিজকে দলে নেওয়া হলো জিএম রিতেশের বদলি হিসেবে। ভারতীয় প্রেক্ষাপটে, তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন।
বাংলাদেশের আরও দুই তারকা ক্রিকেটারও এ আসরে অংশ নিচ্ছেন। নিলামের মাধ্যমে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমআই এমিরেটস দলে ভেড়িয়েছে। পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। নিলামের প্রথম ডাকে বিক্রি হয়নি সাকিব, তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নেওয়া হয়।
আইএলটি-২০ আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৪ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহ।
সিএ/এমআরএফ


