মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো ভারত। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে কমানোর বিষয়ে শুরুতে দৃঢ় অবস্থান নিলেও, মার্কিন শুল্ক আরোপের পর দেশটির আত্মবিশ্বাসে ধস পড়ে। ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার মালিক মুকেশ আম্বানি, অবশেষে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুকোইলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিলায়েন্স জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া পণ্য আমদানিসংক্রান্ত বিধিনিষেধের সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে। হোয়াইট হাউসও ভারতীয় প্রতিষ্ঠানটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল মাত্র ২.৫ শতাংশ। কিন্তু ২০২৪-২৫ সালে এটি বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫.৮ শতাংশে। ভারতের মোট রুশ তেল আমদানি থেকে প্রায় অর্ধেকই আসে রিলায়েন্সের মাধ্যমে। রাশিয়া থেকে তেল ক্রয় নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে।
গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক ধার্য করা হয় রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ভারতের এই ক্রয় মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। তবে ভারত তা সময়ের পরে অস্বীকার করেছিল।
সিএ/এমআরএফ


