ডাকসু ভিপি সাদিক কায়েম দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশের সকল ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে, তাই এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে ক্যাম্পাসের সমস্যা সমাধানে অংশ নিতে পারবে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪–২৫) এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।
ছাত্র সংসদকে ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন। শিক্ষার্থীদের সমস্যাগুলো ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং ছাত্র নেতৃত্বের মাধ্যমে কার্যকর সমাধানও সম্ভব হবে। তিনি আরও বলেন, আবাসন সংকটসহ ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, তরুণরাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং তা সফল করেছে। তারা জানিয়েছে—বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। তরুণরা রাজপথে দাঁড়িয়ে দেশের জন্য সংগ্রাম করেছে এবং এখনও সচেতন রয়েছে। তিনি তরুণদের বৈষম্য দূরীকরণ এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন এবং শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. সিফাত উল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।
সিএ/এমআরএফ


