আগামী বছর ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন গণমাধ্যম এবং ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী সম্ভাব্য গ্রুপভিত্তিক দলবিন্যাসের খবরে উঠে এসেছে যে, বাংলাদেশ সবচেয়ে কঠিন গ্রুপে পড়তে পারে।
ক্রিকবাজের সম্ভাব্য তালিকা অনুযায়ী টাইগারদের গ্রুপে রয়েছে সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া গ্রুপে আছে নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী ইতালি। ফলে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশকে কঠিন প্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হতে হবে।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকছে। তাদের সঙ্গে যুক্ত হতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। যদিও ভারত বর্তমানে রানার্স–আপ এবং তুলনামূলকভাবে শক্তিশালী দল হলেও তাদের গ্রুপ কিছুটা সহজ বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার গ্রুপটিও শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। তিনটি টেস্ট খেলুড়ে দলসহ এ গ্রুপটিও খুব চ্যালেঞ্জিং হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে বর্তমান রানার্স–আপ দক্ষিণ আফ্রিকার গ্রুপেও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কানাডা। ফলে এই দলগুলোর প্রতিটি গ্রুপেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞ দল রয়েছে, যা বিশ্বকাপের উত্তেজনা আরও বৃদ্ধি করবে।
সিএ/এমআরএফ


