রোমাঞ্চে ভরা উত্তেজনাপূর্ণ ম্যাচে সুপার ওভারে ভারতকে পরাজিত করে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিয়মিত ২০ ওভারের লড়াইয়ে দুই দলই সমান ১৯৪ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে ভারত মাত্র ১ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়। সেই স্বল্প লক্ষ্যও কঠিন হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত ওয়াইড থেকে পাওয়া রানেই জয় নিশ্চিত করে আকবর-জিসানরা।
কাতারের দোহায় শুক্রবার অনুষ্ঠিত এই সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের জুটিতে দল পায় স্বস্তির শুরু। তবে জিসানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্তে দাঁড়িয়ে ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সোহান। শেষদিকে মেহেরব হোসেন অহিনের ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় ১৯৪ রানে।
জবাবে ভারতের শুরুটাও ছিল ঝোড়ো। ওপেনার ভৈবভ সূর্যবংশীর ৩৮ ও প্রিয়াংশ আরিয়ার ৪৪ রানে ভর করে এগিয়ে যায় দলটি। মাঝের ওভারে নেমে এসে সংগ্রাম করলেও শেষ পর্যন্ত শেষ বলে সমতা আনে ভারতীয়রা। বাংলাদেশের ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় ম্যাচের ভাগ্য ঝুলে যায় সুপার ওভারের দিকে।
সুপার ওভারে বল হাতে দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখান রিপন মন্ডল। প্রথম দুই বলেই তুলে নেন দুই উইকেট। নির্ধারিত ছয় বলে ভারত সংগ্রহ করতে পারে মাত্র ১ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হন ইয়াসির আলি রাব্বি। তবে পরের বল ওয়াইড হওয়ায় আর কোনো ঝুঁকি না নিয়েই বাংলাদেশ পেয়ে যায় ফাইনালের টিকিট।
আগামী ২৩ নভেম্বর ফাইনালে পাকিস্তান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে বাংলাদেশ।
সিএ/এমআরএফ


