চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী আজ (২০ নভেম্বর) জন্মদিন উদযাপন করেছেন বিশেষভাবে। প্রতিবারের মতো নয়, এবার তিনি তার বিশেষ দিনটি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন। সেখানে উপস্থিত মুরব্বিদের সঙ্গে কেক কেটে, দুপুরের খাবার খেয়ে, প্রত্যেকের জন্য আলাদা উপহার নিয়ে এবং গল্প আড্ডায় মেতে ওঠেন বুবলী।
বুবলী বলেন, ‘মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন, তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেইসব বাবা-মায়েদের কাছ থেকে একটু দোয়া নিয়েছি।’
সিএ/এমআরএফ


