নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে পরিকল্পিত বদলির বিরুদ্ধে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারিভিত্তিক বদলি ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জামায়াতের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাসির উদ্দিন কমিশনের নাম লেখা থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন সম্ভব। এই প্রসঙ্গে জামায়াতের আইনজীবী শিশির মনির উল্লেখ করেন, নির্বাচন কমিশন আচরণবিধি কার্যকরীকরণে কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার শিকার হচ্ছে, যা সংশোধন করা প্রয়োজন।
গোলাম পরওয়ারের দাবি, লটারিভিত্তিক বদলি পদ্ধতি প্রয়োগ করলে প্রশাসনিক পদে নিযুক্ত কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং রাজনৈতিক চাপ থেকে মুক্ত অবস্থায় তারা দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এ ধরনের ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করবে এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা শক্তিশালী করবে।
সিএ/এমআরএফ


