বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ ধরা পড়েছে এফবি রাইসা নামের ট্রলারে। এসব মাছ বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মণ প্রতি ২৬ হাজার টাকা হিসেবে ৫২ লাখ টাকায় বিক্রি করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ নামের আড়তে এসব মাছ বিক্রি করা হয়। জানা গেছে, মাছগুলো ধরা পড়ে গত সোমবার (১৭ নভেম্বর) কুয়াকাটা থেকে ৭০ কিলোমিটার দূরের গভীর সমুদ্রে। মাছগুলো প্রতিটির ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত।
এফবি রাইসা ট্রলারের মাঝি মাসুদ জানান, ১৪ নভেম্বর তারা পাথরঘাটা থেকে ১৭ জন জেলের সঙ্গে সমুদ্রে যাত্রা করেন। প্রথম তিন-চার দিনে মাত্র ৪০০ পিস মাছ ধরা পড়লেও ১৭ নভেম্বর বিকেলে এক টানেই প্রায় ১৮ হাজার ইলিশ জালে ওঠে। তিনি বলেন, দীর্ঘদিন মাছ কম পাওয়ায় জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছিল। হঠাৎ এত মাছ ধরা পড়ে জেলে ও ক্রেতা উভয়ই আনন্দিত হয়েছেন।
ট্রলারের মালিক রুবেল বলেন, সাম্প্রতিক সময় সাগরে মাছের সংখ্যা খুব কমে যাওয়ায় তাদের লোকসান হয়। এই ধরণের ধরা মাছ তাদের আগের লোকসান কিছুটা কাটিয়ে দিতে সাহায্য করবে।
আড়তদার মোস্তফা আলম জানান, তার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে অন্য একটি ট্রলারে প্রায় ১৫০ মণ ইলিশ বিক্রি হয়েছিল। জেলেরা মাছ পেয়ে আনন্দিত হচ্ছে দেখে তাঁরও খুশি হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বিএফডিসিতে কাঙ্ক্ষিত ইলিশ দেখা যাচ্ছিল না। হঠাৎ এক ট্রলারে ২০০ মণ ইলিশ ধরা পড়ায় তিনি এবং ট্রলার মালিক ও জেলেরা সবাই খুশি হয়েছেন।
সিএ/এমআরএফ


