দেশের চলমান নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সংলাপের প্রক্রিয়াকে স্বাগত জানালেও রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বশীল হতে হবে।
ড. মঈন খান উল্লেখ করেন, নির্বাচন কমিশনের প্রার্থীদের করণীয় সম্পর্কে একটাই বার্তা আছে—নিয়ম ও নীতি মেনে নির্বাচন করা। তিনি বলেন, আচরণবিধির প্রতিপালন বাধ্যতামূলক, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে তফসিলের বিষয়ে বিএনপি কঠোর অবস্থান না রাখলেও, সংশ্লিষ্ট প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
নিয়মনীতি প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে তিনি ভিন্নমত প্রকাশ করে ড. মঈন খান বলেন, যতই অঙ্গীকারনামা গ্রহণ করা হোক, প্রার্থীরা নিজেদের সংশোধন না করলে তা কার্যকর হবে না। শাস্তির ব্যবস্থা না থাকলে নিয়ম লঙ্ঘনের প্রবণতা বৃদ্ধি পাবে।
বর্তমান সময়ে বাকস্বাধীনতার নতুন ক্ষেত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্য প্রসঙ্গে তিনি বলেন, কথা বলার স্বাধীনতা রয়েছে, তবে এর অপব্যবহারও বৃদ্ধি পাবে। দেশের এই ক্রান্তিকাল সময়ে ইসির শক্ত অবস্থান অত্যন্ত জরুরি। তিনি কমিশনকে তাদের বিদ্যমান লোকবল সর্বোচ্চভাবে ব্যবহারের আহ্বান জানান।
ড. মঈন খান আরও বলেন, সমমনা দলগুলো দীর্ঘ দেড় দশক ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। তিনি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে নিয়োগের দাবিও জানান। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।
সিএ/এমআরএফ


