২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীরা ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ৭ থেকে ১২ অক্টোবর।
বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য এই সময়সীমা কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে বাধ্য থাকবেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো শিক্ষার্থী সময়মতো বাদ না পড়ে।
সিএ/এমআরএফ


