ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনার এই মূল সংস্থাটি জানিয়েছে, নতুন প্রকাশিত তালিকার ভিত্তিতেই চলতি মেয়াদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো।
ইসি কর্মকর্তারা জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটকেন্দ্র বিন্যাস, ভোটার তথ্য যাচাই, স্মার্ট কার্ড হালনাগাদসহ বিভিন্ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে এবং ভোটারদের সঠিক পরিচয় ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর আপডেট অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগে ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেই তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। খসড়া পর্যায়ে আপত্তি, দাবি ও সংশোধন গ্রহণের পরই আজ প্রকাশিত হচ্ছে হালনাগাদ চূড়ান্ত তালিকা।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা পেয়েছেন। ফলে নতুন করে যুক্ত হওয়া এসব তরুণ-তরুণীর ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য তথ্য সংগ্রহ ব্যবস্থা আরও সহজ করা হয়েছে বলে তিনি জানান।
ইসি মনে করছে, নতুন ভোটার তালিকা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাস বাড়াতে সহায়ক হবে। আসন্ন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
সিএ/এমআরএফ


