রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক্সক্যাভেটর ঢোকানোর চেষ্টা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলা দুপুরে বাধা দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে দুইটি এক্সক্যাভেটর ঢুকানোর চেষ্টার সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসময় উপস্থিত বিক্ষোভকারীরা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ‘আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় উপস্থিত থেকে সড়ক ব্যবস্থাপনা করছেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি হিসেবে আছেন শেখ হাসিনা। অন্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামলার পাঁচটি অভিযোগের মধ্যে গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
রায়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বেলা ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আদালতে রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সিএ/এমআরএফ


