চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আজ সোমবার দুপুরে। আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ও ন্যায্যবিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য জানিয়েছেন।
সোমবার সকালে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।
এর আগে রোববার আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে। গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী দমনপীড়ন ও সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তিনি রায়ে পূর্ণ স্বচ্ছতা ও প্রকৃত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।
এদিকে, রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সকাল থেকেই হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকায় সেনা সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট—পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবিসহ সেনাবাহিনী একযোগে টহল জোরদার করেছে। প্রতিটি প্রবেশমুখে নজরদারি হচ্ছে, জনসাধারণের চলাচলেও আনা হয়েছে নিয়ন্ত্রণ।
গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের চিঠি দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় ইতোমধ্যে সেনা মোতায়েন করা রয়েছে। সব মিলিয়ে আদালতপাড়ায় চরম উত্তেজনা ও সতর্কতা বিরাজ করছে রায় ঘোষণার প্রতীক্ষায়।
সিএ/এমআরএফ


