বলিউডের কিংবদন্তি শাহরুখ খান সম্প্রতি জানিয়েছেন, তার অভিনয়জীবনের প্রারম্ভে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার একবার তার গালে হালকা চড় দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, সেটিই তার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত ছিল।
২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করার সময় এই ঘটনার কথা স্মরণ করেন শাহরুখ। তিনি বলেন, মুম্বাইয়ে প্রথমবার দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি হালকা চড় দিয়ে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো।’ শাহরুখ আরও বলেন, “ওর মতো কেউ টোকা দিলেও সেটা আমার কাছে বড় চড়ের মতো মনে হয়।”
শাহরুখ হাস্যরসের সঙ্গে উল্লেখ করেন, সেই একটিমাত্র চড় তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তিনি জানালেন, “আবার যদি ক্যারিয়ার এগিয়ে নিতে হয়, আমি চাইব উনি আরেকটা চড় মারুন।”
ঘটনার এক বছর পর শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ চলচ্চিত্রে, যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, প্রথমবার শাহরুখকে দেখে মনে হয়েছিল—যদি তিনি তাদের ছেলে হতেন, হয়তো এমনই দেখতে হতেন।
সিএ/এমআরএফ


