গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলাদা গণভোট আয়োজন বর্তমানে আর বাস্তবসম্মত নয়। তিনি বলেন, তিন–চার মাস আগে এমন উদ্যোগ গ্রহণ করা গেলে তা সম্ভব হতো, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নির্বাচন এখন অপরিহার্য। কোনো অজুহাতে নির্বাচনের ব্যাঘাত চায় না দেশবাসী। এই অবস্থায় জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের সিদ্ধান্তকে নুর স্বাগত জানিয়েছেন এবং এটিকেই একমাত্র যুক্তিযুক্ত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার রাজধানীর গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভিন্ন ধারায় যে বহু মতপার্থক্য ছিল, প্রধান উপদেষ্টার ভাষণ তা অনেকাংশে কাটিয়ে দিয়েছে। এতে সংশয় অনেকটা দূর হয়েছে এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টাও দেখা গেছে।
নুরুল হক নুর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা নেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন সময়সূচি স্পষ্ট হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত বিভাজন বা অস্বচ্ছন্দ্য পরিস্থিতি নির্বাচনের সফলতা ব্যাহত করতে পারে। এজন্য তিনি সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের জাতীয় স্বার্থ আজ সবচেয়ে বড় অগ্রাধিকার। জনগণ পরিবর্তন ও স্থিতিশীলতা চায়। সঠিক সময়ে নির্বাচনই সেই পথ খুলে দেবে।
সিএ/এমআরএফ


