ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর।
ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, ভারত মহাসাগরীয় পাঁচ দেশের নিরাপত্তা জোট ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর সপ্তম সংলাপ আগামী ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন ইস্যু এ সংলাপে গুরুত্ব পাবে বলে জানা গেছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন ভারতের এনএসএ অজিত দোভাল।
সূত্রগুলো আরও জানায়, সংলাপের পাশাপাশি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, তথ্য আদান-প্রদান এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/এমআরএফ


