ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির সময় মহাসড়ক অবরোধ করেছেন দলের নেতা-কর্মীরা। তারা দেশীয় অস্ত্র হাতে নিয়ে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালান। এ সময় অন্তত ১০ থেকে ১২ জন শিশুকেও হেলমেট ও লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে।
অবরোধে অংশ নেওয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান ওরফে পথিক তালুকদারকে ভাঙ্গা উপজেলা ছাত্রদল আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন নিশ্চিত করেছেন, আটককৃত নেতাকে থানায় হস্তান্তর করা হয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চলেছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নের নেতৃত্বে আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ৮টার দিকে দেবাশীষ নয়নের ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী ও শিশু মহাসড়কে অবস্থান করছেন এবং গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এছাড়া মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রাও পরিচালনা করা হয়।
সিএ/এমআরএফ


