আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করে জানতে চেয়েছে, ক্ষমতায় গেলে তাদের আর্থিক খাতের নীতি-অগ্রাধিকার ও সংস্কার প্রক্রিয়া কী হবে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকার আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহীদ এলাহী। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, শিক্ষাবিদ ড. আবদুর রব ও শফিউল্লাহ।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা, বিভিন্ন আর্থিক খাত ও সামাজিক খাতের নীতি-সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব জানান, আইএমএফ জানতে চেয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত সরকার আর্থিক খাতের নীতি ও সংস্কারের জন্য কী পদক্ষেপ নেবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক আর্থিক নীতিমালা ও ব্যাংকিং খাতের সমস্যার সমাধানে তারা কেমন পরিকল্পনা গ্রহণ করবে, তাও আলোচনার বিষয় ছিল।
এর আগে ৯ নভেম্বর আইএমএফের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার অপরিহার্য। জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের প্রাথমিক প্রতিবেদনের ফলাফল এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহের বিষয়ে গভীর আলোচনা হয়।
সিএ/এমআরএফ


