অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ফ্যাশন ডিজাইনার ও সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। এই অভিযোগে তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে সানায়া উল্লেখ করেন, গত বছর ডিসেম্বর মাসে তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি একটি অনুষ্ঠানে পরার জন্য নেন। পরের দিন শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেননি। পরবর্তীতে শাড়ি ফেরত চাইলে তিশা তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন এবং ডিবির মাধ্যমে হেনস্তার ভয় দেখান।
ফ্যাশন ডিজাইনার আরও বলেন, এরপরেও একাধিকবার অনুষ্ঠানে দেখা হলে তিনি শাড়িটি ফেরত চেয়েছেন, কিন্তু তিশা তা দিতে অস্বীকৃতি জানান। সাম্প্রতিক সময়ে ফেসবুক ও ফোনে বারবার হুমকি দিয়ে তার ব্যবসা নষ্ট করার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমে আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া বলেন, তানজিন তিশা অতীতে তার কাছ থেকে পোশাক নিয়েছেন, কিন্তু সব সময়ই ফেরত পেতে সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও ৭৫ হাজার টাকার একটি শাড়ি ফেরত না দিয়ে নানা হুমকি দিচ্ছেন তিনি, যা তাকে নিরাপত্তাহীনতায় ফেলেছে।
সিএ/এমআরএফ


