বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এর উর্ধ্বতন সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা আরও তিন মাস ১৫ দিন মেয়াদে বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিশেষ দায়িত্বসম্পন্ন প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করার জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কর্মকর্তারা এই ক্ষমতার আওতায় বিভিন্ন প্রশাসনিক ও আইনি কার্যক্রম পরিচালনা করবেন, যেমন স্থানীয় শৃঙ্খলা রক্ষা, জরুরি অনুমোদন প্রদান, সড়ক ও জনপদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় সরকারি নির্দেশ বাস্তবায়ন।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ দুই মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার, এবং নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা আরও সম্প্রসারিত করা হলো।
সিএ/এমআরএফ


