স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান নিশ্চিত করতে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ কেপিআইতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলেই সবাই পুলিশকে অবহিত করবেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। বাহিনী তাদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে এবং শিগগিরই একটি মহড়াও অনুষ্ঠিত হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ বেগবান করা হবে, আরাকান সীমান্ত দিয়ে আসা মাদকের চালান কিছুটা কমলেও বিষয়টি এখনও উদ্বেগজনক।
তিনি বলেন, বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণ বন্ধ রাখতে কেপিআইতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকার সীমান্ত দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করছে। এয়ারপোর্টে আগুনের ঘটনায় অস্ত্র ও গোলাবারু কীভাবে ক্ষতিগ্রস্ত হলো, তা তদন্ত কমিটি যাচাই করবে।
উপদেষ্টা বলেন, “সন্দেহভাজন কাউকে আইনের হাতে তুলে দিলে পরিস্থিতি খারাপ হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখা শুধু বাহিনীর দায়িত্ব নয়, রাজনৈতিক দল, সচেতন জনগণ ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
সিএ/এমআরএফ


