বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তারা নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, দেশে অস্থিরতা বন্ধে সরকারকে সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দল। তবে দেশের বর্তমান অস্থিরতার সঙ্গে জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও জানান, ১০ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সভায় কিছু প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং তা দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নের জন্য সব দল অঙ্গীকারবদ্ধ।
খন্দকার মোশাররফ বলেন, “জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের উপরই বর্তাবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ একটি ঐতিহাসিক উদ্যোগ। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো অযৌক্তিক দাবি বা আন্দোলন গ্রহণযোগ্য নয়। সরকার যদি সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তা স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয়।
নজরুল ইসলাম খান উল্লেখ করেন, স্বাক্ষরিত সনদের পর গণভোট ও পিআর প্রণালী নিয়ে জামায়াতের আন্দোলনের বিষয়ে তারা নিজস্ব ব্যাখ্যা দেবে।
সিএ/এমআরএফ


