দেশে আবারও বেড়েছে সোনার দাম। নতুন ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেটের সোনার ভরি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সংস্থাটির ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিই এই সমন্বয়ের মূল কারণ। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৪ ডলার ছাড়িয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী,
- ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা
- ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা
- ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
সিএ/এমআরএফ


