মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে সোমবার (১০ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সম্প্রচারিত একটি তথ্যচিত্রের সম্পাদনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, তথ্যচিত্রে তার ভাষণের এমন অংশ দেখানো হয়েছে যা ভুল ধারণা সৃষ্টি করছে।
বিবিসি স্বীকার করেছে, ট্রাম্পের ভাষণের সম্পাদনার ফলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই সম্পাদনা আরও সাবধানতার সঙ্গে করা উচিত ছিল। গত বছর সম্প্রচারিত তথ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ একত্রিত করা হয়েছিল। এতে মনে হয়েছিল, তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উৎসাহিত করছেন।
বিবিসির একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, চিঠিটি পর্যালোচনা করা হবে এবং যথাসময়ে সরাসরি জবাব দেওয়া হবে। বিবিসির চেয়ারম্যান সামির শাহ বলেন, ট্রাম্পের যোগাযোগের বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, ট্রাম্প মামলা করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়, তবে সব পরিণতির জন্য প্রস্তুত থাকা দরকার।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের চিঠি সম্পর্কে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
সিএ/এমআরএফ


