কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, যদি ‘জয় বাংলা’ বলা অপরাধ হয়, তাহলে সরকার যেন প্রথমে তাকেই গ্রেফতার করে। তিনি বলেন, ‘আমি জয় বাংলা বলেই মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই জীবন দিতে চাই।’
সোমবার (১০ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমি মুক্তিযুদ্ধ করি, আমি স্বাধীনতার বাংলাদেশ চাই।’
তিনি জোর দিয়ে বলেন, দেশ ও জাতির স্বার্থে তিনি সবসময় আপসহীন। মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শই তার পথনির্দেশনা।
সম্মেলনে সভাপতিত্ব করেন বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু এবং কালিহাতী উপজেলা সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।
সিএ/এমআরএফ


