জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ আমরা কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই।’ রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে, সেটি হলো ‘শাপলা কলি’। এটি আমাদের গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার নিদর্শন।’
তিনি আরও বলেন, “রাজনীতি কখনো ভয়ঙ্কর বা দূরের বিষয় মনে হতে পারে। আপনি মনে করতে পারেন, রাজনীতি শুধু টাকাওয়ালাদের বা বড় দলগুলোকে নিয়ে। কিন্তু রাজনীতি আপনার জীবন ও সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং সমাজ কোন পথে এগোবে। তাই এবার রাজনীতিকে নিজের করে নিতে হবে।”
গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ভূমিকার কথাও তুলে ধরে নাহিদ বলেন, “আমরা দেখেছি, আন্দোলনের সময় শুধু রাজনীতিবিদরাই লড়েননি, সাধারণ মানুষও লড়েছেন। যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, এবার আসুন রাজনীতিতে অংশ নিন। রাজনীতিকে জয় করুন, সাধারণ মানুষের হাতে রাজনীতি হোক, টাকাওয়ালা লুটেরা বা চাঁদাবাজদের হাতে নয়।”
সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, “জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছি, কারণ এটি দলীয়করণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার উদ্দেশ্যেই আমরা সেখানে গিয়েছিলাম।”
নাহিদ ইসলাম আরও জানান, “৫ আগস্টের পর থেকে আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের কোথায় কী সমস্যা আছে তা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদই হবে সংস্কার পরিষদ, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, তা বাস্তবায়িত হবে।”
তিনি বলেন, “ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা আসলে কোন পথে এগোবো।”
সিএ/এমআরএফ


