আজ রাত টহলের সময় প্রায় তিনটার সময় হঠাত একটা বার্তা আসলো ” অল মোবাইল এলার্ট,ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় ডাকাত ঢুকেছে “সাথে সাথে আমরা ফেঞ্চুগঞ্জ থানার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেই এবং চিরুনি অভিযান আরম্ভ করি।
সাথে সাথেই ফেঞ্চুগঞ্জ থানা থেকে ওসি ও ওসি তদন্ত স্যার সহ কয়টা পার্টি মোভ করে। একসময় ( মোবাইল ১)টিম অই সশস্ত্র ডাকাত দলের সম্মক্ষিন হয়। তখন কনস্টেবল জিল্লুর আহমেদ নিজের জিবনের ঝুকি নিয়ে অই ডাকাত দলের উপর জাপিয়ে পরে, তখন অই ডাকাত দলের একজন দাঁড়ালো ছুরি দিয়ে কনস্টেবল জিল্লুর আহমেদ এর পেটে আঘাত করে। তারপর ও উনি কান্ত হননি।অই ডাকাত এর সাথে লড়াই চালিয়ে গেলেন, কিছুক্ষণ এর ভিতরেই ওসি ও ওসি তদন্ত এর টিম ঘটনাস্থল এ উপস্তিত হয় এবং সাথে সাথে অই টিম ডাকাত কে আটক করেন।
এই ঘটনায় দেখে সত্যিই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ডাকাত রা অনেক ভয়ানক হয় ও তারা বাচার জন্য সব করতে পারে জেনেও উনি এই সাহস টা দেখিয়েছেন। উনার মতো একজন প্রবিন কনস্টেবল এতোটা ঝুকি নিতে পারে তা কখনো কল্পনাও করতে পারিনি।হ্যা উনি প্রবিন হলেও যতেষ্ট সাহসি, আর এটা ঠিক যে প্রয়োজনের সময় পুলিশের পোশাক একজন পুলিশের শরিরে শক্তি বৃদ্ধি করে দেয় কয়েক গুন।
চাকরির শেষের দিকে আজ উনি আমাদের যে বীরত্বের পরিচয় দিয়ে গেলেন তা নবিন সৈনিক দের জন্য পথ নির্দেশক হয়ে থাকবে।
আল্লাহর অশেষ মেহেরবানি, কারন উনাকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হইছিলো যে তার পোশাক ছিড়ে গেছে।আর ছুরি টা এতো ধারালো যে যদি পেটে আঘাত লাগতোব্রেকিং নিউজ: আজ রাত টহলের সময় প্রায় তিনটার সময় হঠাত একটা বার্তা আসলো ” অল মোবাইল এলার্ট,ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় ডাকাত ঢুকেছে “সাথে সাথে আমরা ফেঞ্চুগঞ্জ থানার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেই এবং চিরুনি অভিযান আরম্ভ করি।
সাথে সাথেই ফেঞ্চুগঞ্জ থানা থেকে ওসি ও ওসি তদন্ত স্যার সহ কয়টা পার্টি মোভ করে।একসময় ( মোবাইল ১)টিম অই সশস্ত্র ডাকাত দলের সম্মক্ষিন হয়। তখন কনস্টেবল জিল্লুর আহমেদ নিজের জিবনের ঝুকি নিয়ে অই ডাকাত দলের উপর জাপিয়ে পরে, তখন অই ডাকাত দলের একজন দাঁড়ালো ছুরি দিয়ে কনস্টেবল জিল্লুর আহমেদ এর পেটে আঘাত করে..!তারপর ও উনি কান্ত হননি,,অই ডাকাত এর সাথে লড়াই চালিয়ে গেলেন, কিছুক্ষণ এর ভিতরেই ওসি ও ওসি তদন্ত স্যার এর টিম ঘটনাস্থল এ উপস্তিত হয় এবং সাথে সাথে অই টিম ডাকাত কে আটক করেন।
এই ঘটনায় দেখে সত্যিই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ডাকাত রা অনেক ভয়ানক হয় ও তারা বাচার জন্য সব করতে পারে জেনেও উনি এই সাহস টা দেখিয়েছেন। উনার মতো একজন প্রবিন কনস্টেবল এতোটা ঝুকি নিতে পারে তা কখনো কল্পনাও করতে পারিনি।হ্যা উনি প্রবিন হলেও যতেষ্ট স্ট্রং, আর এটা টিক প্রয়োজনের সময় পুলিশের পোশাক একজন পুলিশের শরিরে শক্তি বৃদ্ধি করে দেয় কয়েক গুন..।
চাকরির শেষের দিকে আজ উনি আমাদের যে বীরত্বের পরিচয় দিয়ে গেলেন তা নবিন সৈনিক দের জন্য পথ নির্দেশক হয়ে থাকবে।
আল্লাহর অশেষ মেহেরবানি,, কারন উনাকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হইছিলো যে তার পোশাক ছিড়ে গেছে।আর ছুরি টা এতো ধারালো যে যদি পেটে আঘাত লাগতো তাহলে উনার নারি ভুড়ি বেড়িয়ে আসতো।
হয়তো শেষ বয়সে এসে আমরা তাকে হারাতে বসতাম।এতো বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়ে এসে উনার মধ্যে এতোটুকু ভয় কাজ করেনি..! হয়ত উনি এখন নিজের জীবন মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে তাকাতেন কিন্তু উনি দাঁড়িয়ে আছেন নির্ভয়, নির্ভীক ও সগৌরবে..!
ডাকাত ধরা এক জিনিষ, আর নিজের জীবন বাজি রাখা আরেক জিনিস।যে নিজের জীবন বাজি রেখে দেশের সেবা করে সেই বীরের যথাযথ সম্মান দেখানো আমাদের কর্তব্য। আমি মনে করি কনস্টেবল শের আলি,পারভেজ এর মতো এই বীরের ও বীরত্বের সম্মান দেখানো হুক।
এ বিষয়ে পুলিশের সিনিয়র অফিসার ও হাই কমান্ড এর দৃষ্টি আকর্ষন করছি।
তাকে নিয়ে সিনিয়র অফিসার সহ সবাই গর্ব বোধ করছেন।
ছবিতে : কনস্টেবল মো: জিল্লোর আহমেদ ও ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) স্যার। তাহলে উনার নারি ভুড়ি বেড়িয়ে আসতো।
হয়তো শেষ বয়সে এসে আমরা তাকে হারাতে বসতাম।এতো বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়ে এসে উনার মধ্যে এতোটুকু ভয় কাজ করেনি। হয়ত উনি এখন নিজের জীবন মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে তাকাতেন কিন্তু উনি দাঁড়িয়ে আছেন নির্ভয়, নির্ভীক ও সগৌরবে।
ডাকাত ধরা এক জিনিষ, আর নিজের জীবন বাজি রাখা আরেক জিনিস।যে নিজের জীবন বাজি রেখে দেশের সেবা করে সেই বীরের যথাযথ সম্মান দেখানো আমাদের কর্তব্য। আমি মনে করি কনস্টেবল শের আলি,পারভেজ এর মতো এই বীরের ও বীরত্বের সম্মান দেখানো হুক।
এ বিষয়ে পুলিশের সিনিয়র অফিসার ও হাই কমান্ড এর দৃষ্টি আকর্ষন করছি।
তাকে নিয়ে সিনিয়র অফিসার সহ সবাই গর্ব বোধ করছেন।
ছবিতে : কনস্টেবল মো: জিল্লোর আহমেদ ও ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত)।