২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার যেন নিজেই ইঙ্গিত দিলেন আসন্ন আসরে তার অংশগ্রহণের। অ্যাডিডাসের প্রকাশিত এক বাণিজ্যিক ভিডিওতেই উঠে এসেছে সেই সম্ভাবনার বার্তা।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসদের সঙ্গে কোচ লিওনেল স্কালোনি, সাবেক তারকা আনহেল ডি মারিয়া ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নিচ্ছেন। সবাই একসঙ্গে আড্ডায় বলেন, ‘আমি চার নম্বর চাই’, অর্থাৎ চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য। ভিডিওর শেষ মুহূর্তে মেসি সামনে এসে হাতে কার্ড তুলে বলেন, ‘আমিও চাই।’ এই দৃশ্যকে কেন্দ্র করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির এই কথাই আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর থেকেই সমর্থক ও বিশ্লেষকদের মনে প্রশ্ন ছিল— মেসি কি আবারও বিশ্বকাপে খেলবেন? আগেও তিনি বলেছিলেন, ‘আমি যদি ফিট থাকি, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপে খেলব।’ ফলে তার সর্বশেষ মন্তব্য ও ভিডিও অংশগ্রহণ মিলিয়ে এখন অনেকে মনে করছেন, মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপ জেতা একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় সাফল্য। আমি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রায় সবকিছু জিতেছি। ২০২২ সালের বিশ্বকাপ আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত। ২০২৬ সালের বিশ্বকাপ হতে পারে আরও বিশেষ কিছু।”
এদিকে, চলতি মাসের ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্পেনে ক্যাম্প করে দলটি ওই ম্যাচে অংশ নেবে। ঘোষিত স্কোয়াডে মেসিও আছেন। যদিও তিনি খেলবেন কি না তা এখনো অনিশ্চিত, কারণ বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের প্লে-অফে ব্যস্ত।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
সিএ/এমআরএফ


