ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম, আফ্রিকাজনিত বংশোদ্ভূত এবং ১৮৯২ সালের পর সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জোহরান মামদানি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। উল্লেখযোগ্য বিষয় হলো—তিনি প্রায় কোনো দলীয় প্রাতিষ্ঠানিক সমর্থন বা বড় অঙ্কের অর্থ ছাড়াই এই জয় অর্জন করেছেন।
নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের প্রস্তুতি নিলেও গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। শহরের নির্বাচন বোর্ড জানিয়েছে, এবারের নির্বাচনে প্রায় ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
অ্যাস্টোরিয়া এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জোহরান মামদানি। তার নির্বাচনী ইশতেহারে ছিল—জীবনযাত্রার ব্যয় হ্রাস, ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি। এসব কর্মসূচির অর্থায়নে তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছিলেন।
তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। অনেকেই মনে করছেন, তার এই জয় নিউইয়র্কের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে।
সিএ/এমআর


