ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার শক্তিতেই আগামী নির্বাচনে লড়তে হবে। তিনি বলেন, এই লড়াইয়ে পারজয় অর্জন নিশ্চিত করতে হবে, নতুবা জুলাইয়ের শহীদ ও আহতদের রক্ত আমাদের ওপর অভিশাপ হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব মন্তব্য করেন। কর্মশালায় নির্বাচনী কৌশল, সম্ভাব্য সমস্যা ও তাদের মোকাবেলার উপায় নিয়ে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ্ আল ফরিদি, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পীর চরমোনাই কর্মশালায় উল্লেখ করেন, আগামী নির্বাচন হবে পুরোনো অসাংবিধানিক বন্দোবস্তের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। তিনি বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এবং ইসলামপন্থি শক্তির মধ্যে একবাক্স নীতি গ্রহণ এই ঐক্যকে আরও শক্তিশালী করেছে। পীর রহমান বলেন, কালোটাকা ও পেশিশক্তি মোকাবেলায় সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি ব্যবহার করে দলটি জাতীয় রাজনীতিতে অগ্রগামী ভূমিকা রাখবে এবং বিজয়কে আল্লাহর পক্ষ থেকে প্রতীয়মান হবে বলে তার বিশ্বাস।
তিনি আরও যোগ করেন, দেশে জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ উৎখাত হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সেই আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নের পথ হিসেবে কাজ করছে। সেই প্রত্যাশা বাস্তবায়নে পীর চরমোনাই বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে বিবাদ দূর করে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
সিএ/এমআরএফ


